প্রত্যর্পণ



রাজকুমার চক্রবর্তী

কৃষ্ণকলির মেলাংকলি চোখ
পলির মতো ঘামছে মাটি সজল
শস্যশ্যামল মেঘ করেছে
বৃষ্টি হবে আজ। 


বৃষ্টি হবে বিরতিহীন
আদিম কালের মতো
আরো প্রাচীন বৃক্ষ হতে চুঁইয়ে পড়ে জল
ফল ধরেছে গাছে গাছে জনমানুষ নেই,
আহা জনমানুষ নেই! 


আদর পাক এই পৃথিবী, এই মাটি-জল-নদী ---
অতীত থেকে সুদূর বেয়ে নেমে আসুক ওরা
বিশালদেহী ডাইনোসোরাস, ভূমিষ্ঠ হোক আজ
তৃণভোজী প্রাণীর মতন কৃষ্ণকলি চোখ


এই পৃথিবী ওদের ছিল, আবার ওদের হোক।


~ ~ ~ ~ ~

স্কুলের সার্ধ শতবার্ষিকী অনুষ্ঠানে...

Comments

Popular posts from this blog

Alma Mater, লাইব্রেরী ও কিছু ছেঁড়া কথা

First Get Together - 22nd Dec 2017

Second Get Together - 7th April 2019